• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, দোকান খোলা রাখা ও সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হবার দায়ে এসব জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় এসব অভিযান চালানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, দোকান বন্ধ ও সন্ধ্যা ৬টার পর সাধারন মানুষকে বাড়ির মধ্যে রাখতে জেলা ৫ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ সময় সদর উপজেলায় ৩৫ হাজার ৩’শ টাকা, কাশিয়ানী উপজেলায় ৮ হাজার ৫’শ টাকা, কোটালীপাড়া উপজেলায় ৩ হাজার ৫’শ টাকা, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ হাজার টাকা ও মুকসুদপুর উপজেলায় ২ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়। এ সব অভিযানে মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ