• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাগেরহাটে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ৮

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে রামপালের গৌরম্ভায়   উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের  অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

রামপাল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— বায়জিদ, বাসার, রাজু, মোহাম্মদ আলী, মারুফ, বাহাউদ্দিন, জিহাদুজ্জামান ও তানভির। স্থানীয়রা জানায়,  রামপাল উপজেলার উত্তর গৌরম্ভার বটতলা মোড়ে ধানের শীষের  প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ দলের কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ  সমর্থকদের সঙ্গে প্রার্থী ওয়াদুদের বাকবিতণ্ডা হয়।  এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষ লিপ্ত  হয়। এতে দুই দলের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে আহতদের খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।  

 উপজেলা জামায়াতের আমির ও গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ নাছির উদ্দিন বলেন, ‘ধানের শীষের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালিয়ে  প্রার্থী ওয়াদুদসহ ৯ জন আহত এবং ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।  এ ঘটনার পর থেকে  এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ’

 গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গাজী বলেন, ‘নৌকার মিছিল নিয়ে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা  বিএনপির মিছিল মুখোমুখি হলে এই  সংঘর্ষ  ঘটনা ঘটে। এতে  আওয়ামী লীগের ১১ জন কর্মী  আহত হয়েছেন।’

 ওসি শেখ লুৎফর রহমান বলেন,  ‘নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ