• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রসহ হত্যা মামলার আসামী আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মুদিদোকান ব্যবসায়ী হাসিবুল হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হামিদকে একটি ওয়ান শুটারগান (শাটারগান) ও ২ রাউন্ড গুলিসহ আলমডাঙ্গা থানা পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে আলমডাঙ্গা সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জানতে পারি আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের মুদিদোকান ব্যবসায়ী হাসিবুল হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হামিদ সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছে। এসময় আমার নির্দেশে এসআই আমজাদ, এসআই আশিকুজ্জামান, এসআই জুয়েল ও এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০ টার দিকে দ্রুত আলমডাঙ্গা সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়া একটি সিএনজি থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর তার দেহ তল্লাশী করে পুলিশ তার মাজায় গুজে রাখা একটি দেশী তৈরী ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি আসাদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুল হামিদ এই হত্যাকাণ্ড সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে আনা হবে। বৃহস্পতিবার দুপুরে আব্দুল হামিদকে সংশ্লিষ্ঠ আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই রাতে আইলহাসের মুদিদোকান ব্যবসায়ী হাসিবুলকে অজ্ঞাত ব্যক্তি মোবাইলে ডেকে নেয়। পরে তাকে মাঠে ধরে নিয়ে গিয়ে এরাপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ