• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বোয়ালমারীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

ফরিদপুরের বোয়ালমারীতে দুই দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রিন্সিপাল ড. সনজিদা মুস্তাফী।

এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন, শাহ জাফর টেকনিকেল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসনে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বেশ কয়েকজন কর্মকর্তাসহ উপজেলায় বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীগণ।

সেমিনার শেষে ২ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী মেলায় বিসিএসআইআর এর ৬টি প্রদর্শনী স্টল ছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের মোট ১২টি স্টল বসেছে। এ প্রদর্শনী চলবে ২ ও ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ