• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শরীয়তপুরে বিএনপির ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা শরীয়তপুর প্রতিনিধি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

আওয়ামী লীগের বর্ধিত সভায় ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে শরীয়তপুর-২ নির্বিচনী এলাকায় বিএনপির ২৭ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় এ মামলাটি দায়ের করেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মানিক। মামলায় আরো ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে, মামলা দিয়ে নেতাদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখা, আতঙ্ক সৃষ্টি ও হয়রানি করার অভিযোগ করেছে বিএনপি।সখিপুর থানা যুবদলের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মাসুম বালা বলেন, এটি একটি মিথ্যা মামলা। ওই দিন মামলার কোন আসামি ঘটনাস্থলে ছিলনা। 

মামলার বাদী দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মানিক মুঠোফোনে বলেন, আওয়ামী লীগের বর্ধিত সভায় বিএনপির নেতাকর্মীরা পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার জন্য মামলাটি করা হয়েছে। 

জানতে চাইলে সখিপুর থানা আ. লীগের সভাপতি হুমায়ুন কবীর মোল্যা বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা ককটেল হামলা চালিয়ে আমাদের নেতা-কর্মীদের ক্ষতি করতে চাচ্ছিল। তারা অপকর্ম করে ইস্যূ তৈরি করতে চায়।  তারা যে অভিযোগ করেছে তা সঠিক নয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, দক্ষিণ তারাবুনিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটনায় মানিক শেখ নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ