• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারত থেকে এলো আরও ৩০০ টন আলু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আরও ৩০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ১২ ট্রাকে আলুর চালানটি দেশে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন  বেনাপোল বন্দরের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান। এর আগে বুধ ও বৃহস্পতিবার দুটি চালানে ১৬ ট্রাকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়।

আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। চালানটি খালাস করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট ট্রান্সমেরিন।

সিঅ্যান্ডএফ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে আসা প্রতি মেট্রিক টন আলুর আমদানি খরচ পড়েছে ১৯৪ মার্কিন ডলার।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানের কাগজপত্র দেখার পর আলু ছাড় করার কাজ শুরু হবে।

বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা  হেমন্ত কুমার সরকার বলেন, আমরা আলুর মান পরীক্ষা করব। এরপর খালাসের অনুমতি দেব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ