• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জটিলতায় অজয়ের ‘তানাজি’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

বলিউড অভিনেতা অজয় দেবগনের শততম সিনেমা তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র। আইনি জটিলতায় পড়েছে এটি।

এই সিনেমার বিরুদ্ধে দিল্লি উচ্চ আদালতে একটি পিটিশন ফাইল করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় কলি রাজপুত সংঘ। মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের সেনাপতি তানাজি মালুসারেকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সংগঠনটির দাবি, সিনেমায় পরিচালক ওম রাউত তানাজি মালুসারের সম্পর্কে মূল সত্য গোপন করছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় তা সম্ভব হয়নি। আগামী ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঐতিহাসিক ঘরানার সিনেমাটিতে তানাজির স্ত্রী সাবিত্রীবাঈয়ের চরিত্রে পর্দায় দেখা যাবে কাজলকে। অন্যদিকে উদয়ভান রাঠোরের চরিত্রে হাজির হবেন সাইফ আলী খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শরদ কেলকার, লুক কেনি প্রমুখ।

তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র পরিচালনা করেছেন ওম রাউত। প্রযোজনা করেছেন অজয় দেবগন ও ভূষণ কুমার। আগামী ১০ জানুয়ারি এই সিনেমা মুক্তির কথা রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ