• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘ওমান উপসাগরে হামলায় ইরান জড়িত নেই’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুন ২০১৯  

ওমান উপসাগরে দু’টি ট্যাঙ্কারে হামলায় জড়িত থাকার কথা শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নাকচ করে দিয়ে বলেছে, তেহরানের বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের কোন ভিত্তি নেই। খবর এএফপি’র।

 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ওয়াশিংটন ‘অন্তর্ঘাতমুলক কূটনৈতিক’ তৎপরতা চালানোর চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ টুইটারে এক বার্তায় বলেন, নির্ভরযোগ্য কোন প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইরানের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তুলে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবারের হামলায় হাত থাকায় ইরানকে অভিযুক্ত করে। এ হামলায় ইরান উপকূলে থাকা ট্যাঙ্কারগুলোর একটিতে আগুন ধরে যায়।

পম্পেও সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ইসলামি প্রজাতন্ত্র ইরান এসব হামলার জন্য দায়ী। তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী এ হামলায় ইরানের জড়িত থাকার জোরালো প্রমাণ রয়েছে।

তবে এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভী বলেন, হামলার ঘটনার পর যত দ্রুত সম্ভব ইরান জাহাজগুলোকে রক্ষায় এগিয়ে আসে।

উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনের প্রচেষ্টায় জাপানের প্রধানমন্ত্রীর ইরান সফরের সময় এসব হামলা চালানো হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ