• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ জুন ২০১৯  

হামলার পর টহল/ফাইল ফটো

 

ঢাকা: ভারতের ঝাড়খণ্ডের জামসেদপুরের কাছে মাওবাদী হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সরাইকেলা জেলার একটি স্থানীয় বাজারে শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় টহলের সময় পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ছিল দু’জন। হামলার পর পুলিশের অস্ত্রশস্ত্রও লুট করে তারা। হামলাস্থল পশ্চিমবঙ্গের সীমান্তের একেবারে কাছে ঝাড়খণ্ডে। 

নিহতদের মধ্যে দু’জন সহকারী উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবল বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। ঘটনার পর পুলিশ সুপারসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবার দাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ বাহিনীর এ ত্যাগ বৃথা যাবে না। 

একইসঙ্গে তিনি মাওবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতীক্ষা করেন।
চলতি মাসের প্রথমে ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় একজন সৈনিক নিহত হন, আহত হন চারজন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ