• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আফগানিস্তানে শান্তি ফেরাতে ইরান ও পাকিস্তানের সমর্থন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

আফগানিস্তানে শান্তি ফেরাতে সকল ধরণের সাহায্য করতে সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান। ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হয় দেশ দুইটি। খবর দ্য ডনের।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব তেহমিনা জাননুয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বৈঠকে এমন তথ্য জানান।

এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে শান্তি ও পুনর্মিলন প্রক্রিয়াটিকে পুরোপুরি সমর্থন করার বিষয়টি পাকিস্তান এবং ইরানের গুরুতর নিরাপত্তা এবং রাজনৈতিক-অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি অতিক্রম করার সেরা উপায় ছিল।

আরো পড়ুন: পুলিশ হত্যার দায়ে ‘টেক্সাস সেভেন’ দলের সদস্যের মৃত্যুদণ্ড​

বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান এবং ইরান আফগানিস্তানের ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আফগানিস্তানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করলে পাকিস্তান ও ইরানের ওপর এর প্রভাব পড়বে বলে উল্লেখ করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ