• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অবশেষে গ্রেফতার হল পাঠাও চালক মিলন হত্যাকারী।

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভারে মোটরসাইকেল চালক মিলনকে হত্যা ও তার তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত যুবকের নাম নুরুজ্জামান অপু।

পুলিশের ভাষ্য মতে, গত ২৫ আগস্ট দিবাগত রাতে অপুই মিলনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করেন। এরপর রবিবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অপুকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে।

পুলিশ জানায়, অপু হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন। ফ্লাইওভারে ওঠার পর পদ্মা ডায়াগনস্টিকের সামনে এসে সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন তিনি। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু।

অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে তার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

দুই সন্তানের জনক মিলন পরিবারের সঙ্গে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন। ঋণের বোঝা কমাতে ‘পাঠাও’ চালাতেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ