• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভোলায় ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুদের টাকা ও এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মো. নুরুন্নবী (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুন্নবী উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফজলে রহমানের ছেলে ও ওই এলাকার কাজীরহাট বাজারের মুদি ব্যবসায়ী।

নিহতের ছোট ভাই রুহুল আমিন জানান, নুরুন্নবী দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিন উপজেলার কাজীরহাট বাজারে মুদি ব্যবসা করতেন।

ব্যবসা পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের কাছে প্রায় ৫-৬ লাখ টাকা আটকে যায়। সে টাকা ওঠাতে না পেরে ব্যবসা পরিচালনা করতে তার সমস্যা সৃষ্টি হয়।

পরে বাধ্য হয়ে ব্যবসা চালাতে গিয়ে তিনি বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে সুদে প্রায় ৮-১০ লাখ টাকা ধার করেন। কিন্তু আবারও ক্রেতাদের কাছে অনেক টাকা বাকি পড়ে যায়। এতে এনজিও ও সুদের টাকা পরিশোধ করতে সমস্যা সৃষ্টি হয়।

এর পর এনজিও ও পাওনাদাররা টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন।

একদিকে দেনা পরিশোধের চাপ, অন্যদিকে দোকানে মালামাল না থাকায় বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

এ কারণেই তিনি সোমবার ভোরে তার দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক জানান, সকালের দিকে নিহতের স্ত্রী স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ