• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুজিব বর্ষে ‘বঙ্গবন্ধু ছবিমেলা’র আয়োজন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

মুজিব বর্ষে চিত্রশিল্পীদের নিয়ে ‘বঙ্গবন্ধু ছবিমেলা’র আয়োজন করতে যাচ্ছে হাসুমণির পাঠশালা৷ ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোনও এক সময়ে ঢাকায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে৷ এতে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ওপর বিশিষ্ট শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হবে৷ রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু ছবিমেলার আহ্বায়ক শিল্পী শাহাবুদ্দিন আহমেদ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরকে (২০২০) মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার৷ এ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ছবিমেলার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘পিতার ভাবনায় সোনার বাংলা’৷

সংবাদ সম্মেলনে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে এই আয়োজন৷ আগামী প্রজন্ম ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে চিনবে৷’

ছবিমেলার সদস্য সচিব মারুফা আক্তার পপি বলেন, ‘ছবিমেলার বিষয়ে প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে হাসুমণির পাঠশালা ঢাকাসহ সব বিভাগীয় শহরে স্ব-স্ব বিভাগের শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করবে৷ এসব ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হবে৷ মেলায় একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, মঞ্চনাটক ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে৷ শিশুদের জন্য শিশু কর্নার থাকবে, যেখানে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে গ্রাফিক্স চলচ্চিত্র এবং সিরিজ চিত্রকর্ম “খোকা যখন ছোট্ট ছিল” প্রদর্শিত হবে৷’

ছবিমেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন বা ব্যক্তিরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়৷ আগামী এক নভেম্বর থেকে হাসুমণির পাঠশালা ও এর ওয়েব সাইটে নিবন্ধন ফরম পাওয়া যাবে৷

সংবাদ সম্মেলনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়৷ এরপর শিল্পী শাহাবুদ্দিন আহমেদ রঙতুলির আঁচড়ে ক্যানভাসে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলেন৷

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, চিত্রশিল্পী অধ্যাপক জামালউদ্দিন আহমেদ, চিত্রশিল্পী মনিরুজ্জামান প্রমুখ৷

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ