• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত ১০

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

গাজীপু‌র সদর উপ‌জেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কেশোর্তা এলাকায় এক‌টি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এতে ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় এ অগ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়। খবর পে‌য়ে ‌জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দু’টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

গাজীপুর ফায়ার সা‌র্ভি‌সের উপ-সহকারী প‌রিচালক মো. মামুনুর র‌শিদ জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপ‌জেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লা‌গে। খবর পে‌য়ে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা আগুন নেভা‌নোর চেষ্টা কর‌ছে। তাৎক্ষ‌ণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়‌নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই শ্রমিক। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বোঝার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকে এ সময় বের হতে পারলেও কেউ কেউ ভিতরে আটকা পড়েন।

আরমান নামের এক প্রত্যক্ষদর্শী বাংলাদেশ জার্নালকে জানান, আমি রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় দেখি মানুষ কারখানার ভেতর থেকে দৌড়ে বের হচ্ছে। এ সময় ভিতরে ধোয়া দেখতে পেয়েছি। অনেকে ‘আগুন, আগুন’ বলেও চিৎকার করছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ