• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চীনে নির্মিত দুটি যুদ্ধজাহাজ বুঝে পেল বাংলাদেশ নৌবাহিনী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

চীনে নির্মিত দুটি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ওমর ফারুক ও আবু উবাইদাহ বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সাংহাইয়ের সেনজিয়া শিপইয়ার্ডে জাহাজ দুইটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আধুনিক এই যুদ্ধ জাহাজগুলোর প্রতিটির দৈর্ঘ্য ১১২ মিটার এবং প্রস্থ ১২.৪ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রতিটি জাহাজ বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত। আধুনিক সমরাস্ত্রের পাশাপাশি জাহাজে রয়েছে সমুদ্রে উদ্ধার তৎপরতা, সন্ত্রাস ও জলদস্যু দমন এবং চোরাচালান বিরোধী বিভিন্ন অপারেশন পরিচালনার সক্ষমতা।

জাহাজ দুটি দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা, অবৈধ মৎস্য নিধন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, জেলেদের নিরাপত্তা বিধানসহ বর্তমান সরকারের ব্লু-ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

যুদ্ধজাহাজ দুটি আগামী মাসে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ জাহাজ দুটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এসময় বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং চীনা নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিটের ডেপুটি কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল বাই ইয়াওপিংসহ দুই দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ