• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

১৯ ডিসেম্বর ঈশ্বরদী মুক্ত দিবস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

বিজয়ের উল্লাসে যখন বাংলাদেশের মানুষ মেতে উঠেছে তখনও ঈশ্বরদীতে চলে পাকহানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ। ঈশ্বরদী শহরের অবাঙালী অধ্যুষিত লোকোসেড এলাকায় বেশ কয়েকজন রাজাকার আত্মগোপন থাকায় বিলম্ব হয়। ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর ৩৩ জন মুক্তিযোদ্ধার আত্মত্যাগের মধ্য দিয়ে  ঈশ্বরদী মুক্ত হয়। এর দুই দিনপর ২১ ডিসেম্বর পাক সেনারা আত্মসমর্পণ করেন। স্বাধীনতাযুদ্ধে ঈশ্বরদী ৭ নম্বর সেক্টরের অধীনের ছিল। এই এলাকায় সেক্টর কমান্ডার ছিলেন লে. কর্নেল কাজী নুরুজ্জামান।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না জানান, গণ কবরগুলো চিহ্নিত করা হয়েছে। সেখানে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ তৈরি করা মুক্তিযোদ্ধা অডোটোরিয়াম নির্মাণ শেষ। এখন শুধু আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ