• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির পক্ষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে তফসিলের বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ ও ভোট গ্রহণ ৩১ মার্চ।

চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২টি উপজেলায় ভোট হবে বলে জানান সচিব হেলালুদ্দীন আহমদ।

এ সময় ইসি সচিব আরও জানান, তৃতীয় ও চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। চতুর্থ ধাপে ইভিএমে ভোট হবে ১৬টি সদর উপজেলায়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ