• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যে বার্তা নিয়ে ঢাকা আসছেন চীনের বড় দুই প্রতিনিধিদল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

বন্যার পূর্বাভাসসহ পানি ইস্যু ও রাজনৈতিক বার্তা নিয়ে বাংলাদেশ সফরে আসছেন চীনের দুটি বড় প্রতিনিধিদল।

কাছাকাছি সময়ে সফর হবে দুই প্রতিনিধিদলের। এদের মধ্যে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আসছেন সোমবার। তারা শুক্রবার পর্যন্ত থাকবেন।

অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আনহুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে  ছয় সদস্যের আরেকটি প্রতিনিধিদল ঢাকা সফর করবেন মঙ্গল ও বুধবার।

গত সাত জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশি অতিথি হিসেবে ঢাকা সফর করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার।

সেই সফরের তিন মাসের মাথায় চীন থেকে বড় দুটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। সেই আমন্ত্রণ সরকারপ্রধান গ্রহণ করেছেন বলে এর আগে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েনজিং।

প্রতিনিধি দলটি বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সাথে বৈঠক করবেন।

এই সফরে বন্যার পূর্বাভাস নিয়ে আলোচনা হবে। তারা ওয়ার্নিং সেন্টার, হাইড্রোলজিক্যাল স্টেশন, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প পরিদর্শন করবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ