• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ব্যতিক্রমী খেলায় দাদুদের হারাল নাতিরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

পারিবারিক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্য নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘দাদু দল’ বনাম ‘নাতি দল’ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পীড়ারবাড়ি যুবসমাজের আয়োজনে পশ্চিম পীড়ারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সত্তরোর্ধ্ব দাদু ও অনূর্ধ্ব-১০ নাতিরা এ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। নির্ধারিত ৪০ মিনিটের এ খেলায় নাতিদের কাছে ১-০ গোলে দাদুরা পরাজিত হন।

দুই দলই ব্যান্ডপার্টি নিয়ে মাঠে উপস্থিত হয়। এ খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শত শত মানুষের আগমন ঘটে। উপস্থিত ছিলেন দুই দলের খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও। এ সময় দর্শকদের করতালি ও ব্যান্ডপার্টির বাদ্যে মুখর হয়ে ওঠে গোটা মাঠ।

‘দাদু দলে’র ক্যাপ্টেন ভরত বৈদ্য বলেন, নাতিদের সঙ্গে খেলে পরাজিত হয়েছি। কিন্তু আমরা খুবই আনন্দিত হয়েছি। নাতিরাও আমাদের সঙ্গে খেলতে পেরে খুশি হয়েছে।

‘নাতি দলে’র ক্যাপ্টেন অনিক মন্ডল বলে, খেলায় আমরা জয়ী হয়েছি, এটা কোনো বিষয় নয়। দাদুদের নিয়ে আনন্দ-ফূর্তির মধ্য দিয়ে একটি সুন্দর বিকেল কাটালাম আমরা। আমি চাইব সব নাতি যেন এভাবে আনন্দ-ফূর্তির মধ্য দিয়ে দাদুদের নিয়ে সময় কাটায়।

আয়োজক কমিটির সদস্য সুমন বালা বলেন, আমরা দাদুদের একটু আনন্দ দেওয়ার জন্য এ খেলার আয়োজন করেছি। আমাদের এই ব্যতিক্রমী আয়োজনে এলাকার বয়োজ্যেষ্ঠসহ সবাই খুশি হয়েছে। আমরা এলাকার সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন করতে চাই।

সমাজসেবক বিমল শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সমাজসেবক নিখিল বালা, দুলাল হালদার, ইউপি সদস্য শান্তি মল্লিক, সাংবাদিক সুমন বালা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ