• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে কৃষক হত্যা মামলায় ১ আসামির যাবজ্জীবন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

গোপালগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে কৃষক হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী মহুরোন নেছাকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরণে জানাগেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমি জমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলাম খানের সাথে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল।

বিগত ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ী ফেরার পথে সাজাপ্রাপ্ত অসামী আব্দুল হান্নান শেখ ও তার লোকজন শেখ নুরুল ইসলাম খানকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন ২০ ডিসেম্বর মারা যান। এঘটনায় থানায় মামলা না নিলে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুইজনকে আসামি করে আদালতে চার্জশীট দখিল করে। পরে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় ঘোষণা দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ