• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জিনে ধরেছে’ বলে শিশুকে নদীতে চুবিয়ে হত্যা, নারীর আমৃত্যু কারাদণ্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

গোপালগঞ্জের মুকসুদপুরে জিনে ধরার কথা বলেন প্রতিবন্ধী শিশু মো. নূর ইসলাম হত্যা মামলায় কথিত নারী কবিরাজ মোসা. আকলিমা বেগমকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আকলিমা বেগম আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ৯ বছরের শিশুসন্তান মো. নূর ইসলাম প্রতিবন্ধী ছিল। ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে জিনে ধরেছে এমন কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে কবিরাজ মোসা. আকলিমা বেগম।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক এ রায় প্রদান করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ