• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর মাজারে বদিউজ্জামান সোহাগের শ্রদ্ধা জ্ঞাপন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের-৪ আসনে (মোড়েলগঞ্জ- শরণখোলা) দলীয় মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম। দলীয় আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার আদেশ-নির্দেশ পালন করে ছাত্র রাজনীতি করে এখন আওয়ামী লীগ করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনের জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। তাই সংসদীয় আসনের দলীয় নেতাকর্মী, সকল শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি সমন্বয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে এসেছি। জাতির পিতার সমাধিতে ফুলের শ্রদ্ধা জানাতে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বঙ্গবন্ধু মাজার জিয়ারত করে এসে এইচএম বদিউজ্জামান সোহাগ সংবাদকর্মীদের এ কথা বলেন।

বঙ্গবন্ধুর মাজার জিয়ারতকালে জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ মোশারেফ হোসেন, অ্যাডভোকেট আলী আকবর, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও বিগত সময়ের মনোনয়ন প্রত্যাশী দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বদিউজ্জামান সোহাগের সাথে ছিলেন। এখান থেকে এসে বিকেলে বাগেরহাট সদরের খানজাহান (রঃ) মাজার জিয়ারত করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ