• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে চিকিৎসক না থাকায় দুই ডেন্টাল চেম্বার বন্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ  চিকিৎসক না থাকায় দুইটি ডেন্টাল চেম্বার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে  সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক।  কাগজপত্র ঠিক থাকলে চেম্বার দুটো খোলার অনুমতি পাবে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে চেম্বার দুইটির চিকিৎসক চেম্বার খোলা রেখে চলে যান। এ কারণে চেম্বারে তাদের পাওয়া যায়নি। এমনকি কেউ চেম্বার দুইটির কোন কাগজপত্র দেখাতে পারেন নি। এ কারণে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময সময়িক  বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুইটি খোলার অনুমতি দেওয়া হবে । টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার মান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. আলিফ শাহরিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ