• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দেশ ও জাতির কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

হেদায়েতি বয়ানে মাওলানা মুহাম্মদ শামীম বলেন‘হযরত মুহাম্মদের (সা.) জীবন আদর্শ যে অনুসরণ করবে সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে আদায় করতে হবেযেমন নবী করিম (সা.) আদায় করেছেন। জবরদস্তি করে নয়,তাজিমের সঙ্গে বুঝিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে খুশি করতে জন্যই করতে হবে। নামাজ সব গুনাহ থেকে বিরত রাখে। নামাজের দরকারি সুরাসমূহ সহিহ-শুদ্ধভাবে শিখতে হবে।’

মোনাজাতে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলগাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ