• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘এ আইসিসির কেমন হাস্যকর নিয়ম’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

মূল ম্যাচে দুই দলই সমতায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সে সুপার ওভারও শেষ হয় সমতায়। কিন্তু নিয়ম অনুযায়ী একটি মাত্র বাড়তি বাউন্ডারির জন্য জয় পায় একটি দল। এমনই অদ্ভুত ও রোমাঞ্চকর এক ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখলো বিশ্ব ক্রিকেট। 

 

রোববার (১৪ জুলাই) লর্ডসের মাঠে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত প্রথমবারের মতো শিরোপা জেতে ইংল্যান্ড। কিন্তু আইসিসির এই নিয়মকে হাস্যকর বলে আখ্যায়িত করেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

ম্যাচ শেষে এই ক্রিকেটার টুইটারে লেখেন, ‘আমি আসলে বুঝতে পারছি না জয়টা কিভাবে অনুপাত হলো। একটা ফাইনালে শেষ পর্যন্ত জয়ী নির্ধারণ হলো একটি বাউন্ডারিতে! এটা আইসিসির একটি হাস্যকর নিয়ম। সেটা সমতায় শেষ হতে পারতো। আমি দুদলকেই অভিনন্দন দিতে চাই, তাদের এমন রোমাঞ্চকর ফাইনালের জন্য। দুদলই বিজয়ী।’

আইসিসির এই নিয়ম নিয়ে আলোচনার কমতি নেই। অনেক সাবেক ক্রিকেটারই এ নিয়ম নিয়ে কথা  বলেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটারে লেখেন, ‘কোনো দলই হারার যোগ্য ছিলো না। কী একটা ক্রিকেটীয় দিন গেলো। দেখা যাক নতুন প্রজন্ম এখান থেকে কী শেখে।’

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও ক্রিকেট বিশেষজ্ঞ শোয়েব আখতার লেখেন, ‘ওহ ঈশ্বর, এটা কেমন ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল! ভালো হতো যদি শিরোপাটা ভাগ করে নেওয়া হতো। ম্যাচ সমতা, সুপার ওভার সমতা, শুধু বাউন্ডারির জন্য ইংল্যান্ড শিরোপা পেলো! লর্ডস এটা কী দেখালো!’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ