• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হ্যাগলি ওভালের গড় রান তিনশ’!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

ক্রাইস্টচার্চের বাতাসে আছে শীতের কামড়। তবে সে শীত ব্যাটসম্যানের ব্যাটে কামড় বসায় না। সর্বশেষ পাঁচ ওয়ানডের প্রথম ইনিংসে হ্যাগলি ওভালে গড় রান উঠেছে ২৯৬ করে। শেষ ম্যাচে এখানে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে কিউইরা। অন্য চার ম্যাচে জিতেছে স্বাগতিকরা। এছাড়া পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। 

বাংলাদেশ তাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতলে হয়তো ব্যাটই নেবে। এরপর রান করতে হবে। সেই রান আবার আটকাতেও হবে।  বাংলাদেশের জন্য এ ম্যাচেও পেস-সুইংয়ে ছোবল মারবেন ট্রেন্ট বোল্ট। শেষ তিন ম্যাচে তিনি ১০০ রান দিয়ে নিয়েছেন ১১ উইকেট। প্রথমে ব্যাট করে দলের তো বটেই দু’দলেরই লক্ষ্য থাকবে এখানে শুরুর ১০ ওভারে কোন উইকেট না হারানো। 

বাংলাদেশ দল তাই তাকিয়ে থাকবে তামিমের দিকে। বিপিএলে ভালো একটি মৌসুম পার করেছেন তিনি। ফাইনালে খেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরির ইনিংস। প্রথম ম্যাচ খারাপ গেলেও তামিমই হবেন দলের  বড় ভরসা। সঙ্গে টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানদের খেলতে হবে সেরা ক্রিকেট। এছাড়া নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের মুখ দেখতে কৌশলও সাজাতে হবে শক্ত করে। 

ঘরের মাঠে জয় মানে কিউই বোলারদের দাপট। এখানে দেশটির পেসাররা ২৩.৭০ রান দিয়ে একটি করে উইকেট দখল করেছেন। ওভার প্রতি রান খেয়েছেন ৪.৩৪ করে। তবে শেষ চার বছর রান দেওয়ার হারটা বেড়েছে। তার মানে তাদের পেস শক্তি কমেছে এমন নয়। বরং উইকেট ব্যাটসম্যানদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। 

প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড অপরিবর্তিত দল নিয়িই মাঠে নামবে। বাংলাদেশও এক ম্যাচ হেরেই একাদশে পরিবর্তন আনবে এমন ভাববার কারণ নেই। তবে দলে আসতে পারে পরিবর্তন। টাইগার দলের সেরা গতিময় পেসার রুবেল হোসেন। বিশ্বকাপের আগে কিউইদের মাটিতে তাকে ঝালিয়ে নেওয়ার ব্যাপারটাও মাথায় থাকবে দলের। তাছাড়া ম্যাচ ঘুরানোর মতো একজন পেসারের অভাবের কথাও বলেছেন মাশরাফি। 

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন,  মাশরাফি মর্তুজা,  রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। 

নিউজিল্যান্ডের সম্ভব্য একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফারগুসন, ট্রেন্ট বোল্ট।    

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ