• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

লিটন পড়েছেন যাদের ধাঁধাঁয়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

তিন ম্যাচে তিন রান!

১, ১ এবং ১। টানা তিন ম্যাচেই ধারাবাহিকতা ধরে রেখে ১ রানে আউট লিটন কুমার দাস। স্বীকৃত ব্যাটসম্যানের ব্যাট থেকে তিন ইনিংসে মাত্র ৩ রান- কোনো সিরিজ বা টুর্নামেন্টে এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের জন্য নতুন নয়। টানা ব্যর্থ হওয়ার ওই তালিকায় কিন্তু এখনকার তারকা ব্যাটসম্যানরাও আছেন। আছেন লিটনকে ছাড়িয়ে যাওয়ার কীর্তিও! 

২০০৯ সালে জিম্বাবুয়ে-শ্রীলংকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ৩ ইনিংসে মাত্র ১ রান করেছিলেন জুনায়েদ সিদ্দিকী। তারও বেশ আগে, ২০০৩ সালের পাকিস্তান সফরে ৩ ইনিংসে ৩ রান এসেছিল মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে ৩ ইনিংসে অলক কাপালীর রান ছিল ৪। তামিম ইকবাল ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষেও করতে পেরেছিলেন মাত্র ৪ রান।

লিটনের জন্য দৃষ্টান্ত আছে নিউজিল্যান্ডেও। ২০১৬ সালে বাংলাদেশ দলের সর্বশেষ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৪ রান করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কেবল বাংলাদেশই বা কেন, বাইরের দৃষ্টান্তও তো কম নয়। ২০০২ সালে নিউজিল্যান্ডে গিয়ে শচীন টেন্ডুলকার তিন ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ২ রান। 

আটের খেলায় ১৩-এর হতাশা

প্রথম দুই ওয়ানডেতেই নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান ছিল ৮ উইকেটে। সিরিজের শেষ ম্যাচে উইকেটে জেতার সুযোগ ছিল না, কারণ স্বাগতিকদের ব্যাট করতে হয়েছে আগেভাগে। তবে সংখ্যার মিল শেষ পর্যন্ত থাকলই। নিউজিল্যান্ডের ৩৩০ রানের বিপরীতে বাংলাদেশ তুলেছে ২৪২ রান; ফলের ব্যবধান এবার দুই আটের- ৮৮ রানের। মজার বিষয় হচ্ছে, ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে এটি ছিল নিউজিল্যান্ডের অষ্টম ওয়ানডে, একই সঙ্গে যা অষ্টম জয়ও! আবার এই ম্যাচেই রস টেলর পৌঁছেছেন ওয়ানডে ক্যারিয়ারের আট হাজার রানের ঘরে। 

এভাবে আটের চক্করে ঘোরা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে 'আনলাকি থার্টিনে'র ছোঁয়া। গতকালের ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ১৩তম ওয়ানডে, যা এখন টানা ১৩তম পরাজয়ও। সেই ২০০১ সাল থেকে শুরু করে ২০০৭-০৮, ২০১০ এবং ২০১৬-১৭ সময়ের পর নিউজিল্যান্ডে এবার পঞ্চম সফরে আছে বাংলাদেশ। পাঁচ সফর মিলে তিন ফরমেটে মোট ২৪টি ম্যাচ খেলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো সবক'টিতেই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ