• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আমি প্রতিদিন এমন ছয় হজম করতে রাজি : শোয়েব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

একজন ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, ভারতীয় ক্রিকেট ঈশ্বর, শচীন টেন্ডুলকার। আরেকজন ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম করে দেওয়া, বিশ্বের দ্রুততম বোলার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। আর এই দুজনের ক্রিকেট যুদ্ধ ছিল দর্শকদের জন্য চোখের শান্তির মতো।

সম্প্রতি ইউটিউবে নিজের চ্যানেলে দেওয়া এক ভিডিওতে শোয়েব জানিয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতার গল্প। নিজেই বলেছেন শচীনের বিরুদ্ধে বোলিং করা উপভোগ করতেন তিনি। শচীনকে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে মেনে নিয়ে শোয়েব বলেন, ‘তাঁর বিরুদ্ধে বোলিং করা আমি উপভোগ করতাম। তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। তবে আমি তাকে ১২-১৩ বার আউট করেছি।’ যদিও শোয়েবের এই হিসাবে ভুল রয়েছে। শোয়েব মোট ৮ বার আউট করেছেন শচীনকে। এর মধ্যে ৫ বার ওয়ানডেতে আর ৩ বার টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আইপিএলে ১ বার শচীনের উইকেট পেয়েছেন শোয়েব।

এদিকে পাকিস্তানের বিপক্ষে দারুণ সব ইনিংস আছে শচীনের। তবে ভারতীয় সমর্থকদের কাছে সবচেয়ে সেরা ইনিংস ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে খেলা ৯৮ রানের ইনিংস। পাকিস্তানের দেওয়া ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমে দলকে ঝড়ো সূচনা এনে দেন শচীন। সে ম্যাচে শোয়েবের করা এক বাউন্সে থার্ড ম্যানের উপর দিয়ে দৃষ্টিনন্দন এক ছয় হাঁকান শচীন।

শোয়েব মনে করেন ভারতীয়রা পুরো ম্যাচের চেয়েও ওই এক ছয় দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে। আর তাই ভারতীয়দের খুশি করতে আবার এমন ছয় হজম করতে সমস্যা নেই তাঁর। এমনটা জানিয়ে শোয়েব বলেন, ‘ভারতীয়রা আমাদের দুজনের দ্বৈরথের মধ্যে সেঞ্চুরিয়নে শচীনের মারা সেই ছয়টা সবচেয়ে বেশি স্মরণে রেখেছে, বেশি খুশি হয়েছে। যদি এক ছয়ে ১৩০ কোটি লোক খুশি হয়। তবে আমি প্রতিদিন এমন ছয় হজম করতে রাজি আছি।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ