• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঈদ কড়া নাড়ছে? রইল এক রাতেই ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর দুই উপায়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মে ২০২০  

ঈদ মানেই আনন্দ। সেই সঙ্গে ররকমারি খাবার আর সাজগোজ। তবে নিজেকে সুন্দর দেখাতে অবশ্যই ত্বক হতে হবে উজ্জ্বল। রোদে পুড়ে কিংবা ধুলাবালির কারণে আমাদের ত্বকের নানা রকম ক্ষতি হয়। এছাড়া ত্বকে কালচে দাগও পড়ে।

তাই পার্লার নয়, ঘরোয়া উপায়ে বাড়িয়ে তুলুন ত্বকের উজ্জ্বলতা। যা ত্বকের কোনো ক্ষতি না করে উজ্জ্বলতা বাড়াবে। এছাড়া এই দুই প্যাকের ব্যবহারে ত্বকে ব্রণ ও ব্রণের দাগ দূর হয়ে যাবে। আপনি এক রাতেই এর ব্যবহারে ব্যবহারে ভালো ফলাফল দেখতে পাবেন। চলুন তবে জেনে নেয়া যাক সেই ঘরোয়া উপায় দুটি-  

মধু ও কলা

অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য ফেসপ্যাকটি খুবই কার্যকরী।

মসুর ডাল ও দই

দুই টেবিল চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় মিশ্রণটি লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি দূর করবে ত্বকের মরা চামড়াও।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ