• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঈদ সামগ্রী নিয়ে গভীর রাতে অসহায়দের বাড়িতে গোপালগঞ্জের পুলিশ সুপার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মে ২০২১  

গোপালগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে দুই’শ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। গতকাল গভীর রাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকার দুঃস্থ ও হতদরিদ্র দুই’শ পরিবারের বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

গোপালগঞ্জ জেলার করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, তেল, পোলাউ চাল, সেমাই, চিনি, সাবান, মাস্ক প্রদান করা হয়।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি। সার্বিক সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন। উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ