• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোনো অপশক্তি আর মাথাচাড়া দিতে পারবে না : শেখ সেলিম

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বাংলাদেশে ৭০ সালের মতো ভোট বিল্পব হয়েছে। মানুষ স্বাধীনতার পরাজিত শক্তি, বঙ্গবন্ধুর খুনি, সন্ত্রাসী ও জঙ্গিবাদকে এ ভোট বিপ্লবের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। অপরদিকে তারা নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়ে উন্নয়নের পক্ষের শক্তিকে বিজয়ী করে আবারো দেশ পরিচালনার ভার দিয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম আরও বলেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল অনেক লম্ফ-ঝম্ফ করেছিলেন। মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। মূলত তিনি একজন গণবিচ্ছিন্ন মানুষ । তার জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়।

তিনি বলেন, কোনো অপশক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আর কোনো দিন তারা মাথাচাড়া দিতে না পারবে না।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, শেখ সেলিমের জ্যেষ্ঠ পুত্র এফবিসিসিঅই-র সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাইম, কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাবেক মেয়র হাসমত আলী সিকদার চুন্নু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ