• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ত্রাণ তহবিলে আশার ৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রদান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ মে ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে ঘরে থাকা অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 

দেশে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ক্ষদ্রুঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান আশা তার নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সারা বাংলাদেশে ১২ কোটি টাকার খাদ্যসামগ্রী বিতরণ করছে। 

এরই অংশ হিসেবে আশা আট মেট্রিক টন খাদ্যসামগ্রী (৫০০ ব্যাগ) পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে বিতরণের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে। 

প্রতি ব্যাগে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ ও এক লিটার রান্নার তেল রয়েছে। 

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলাসহ পাঁচ উপজেলায় ২০০ ব্যাগ করে মোট ১৫০০ ব্যাগ (২৪ টন) খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও গণমাধ্যমকে জানায় আশা কর্তৃপক্ষ। 

জেলা প্রশাসকের পক্ষে এনডিসি মাহাবুবুল আলম ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা খাদ্যসামগ্রী বুঝে নেন। 

এসময় ফরিদপুর আশা বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম, গোপালগঞ্জ  জেলার সিনিয়র ব্যবস্থাপক মোজহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আশিষ কুমার মন্ডল, সিনিয়র শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক ওহিদুল ইসলাম ও শংকর কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ