• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিদেশ ফেরত ১১ ব্যক্তি কোয়ারেন্টাইনে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

গোপালগঞ্জে করোনা সন্দেহে বিদেশ ফেরত ১১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার (১৪ মার্চ) জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদের নির্দেশনায় তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

জানা গেছে, এরা সবাই  ইতালি, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব থেকে দেশের বাড়িতে এসেছেন। তাদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, কোটালীপাড়ার ৩ জন, মুকসুদপুরের ২ জন এবং কাশিয়ানীতে ৩ জন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, বিদেশ ফেরত সবাই সুস্থ রয়েছে। তাদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে স্বাস্থ্য কর্মীরা তাদের সব সময় খোঁজ খরব রাখছেন বলেও জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ