• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে মুক্তি পাওয়া কারাবন্দীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

গোপালগঞ্জ জেল থেকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া ৪০ জন কারাবন্দীদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেআইজেড-এর আর্থিক সহায়তায় আইআরএসওপি প্রকল্পের উদ্যোগে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা কারাগার চত্বরে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও সদ্য জামিনে মুক্তি পাওয়া ৪০ জনের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি চাল, ৫ কেজি তেল, ১ কেজি ডিটারজেন্ট, ৫টি সাবান, ৫ কেজি আলু, ৪ কেজি পেয়াজ, ৮ কেজি ডাল, ৫টি মাস্ক, ২ কেজি চিনি ও ২ কেজি লবণ।

এ সময় জেল সুপার জুবায়ের রহমান রাশেদ (ভারপ্রাপ্ত), জেলার মো. ফরিদুর রহমান রুবেল, উদ্যোক্তা সংগঠনের প্রকল্প সমন্বয়কারী মো. ইব্রাহিম মিয়া, মুনির হাসান মিটু, এডভোকেট মিনা খানমসহ প্রকল্পের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ