• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চা-ওয়ালা হিসেবে জীবন শুরু করেছিলেন মোদি : ট্রাম্প

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

চা-ওয়ালা হিসেবে জীবন শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। আজ তিনিই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। যা দেশের পক্ষে শুধু গর্বের বিষয় নয়, উদাহরণও। সোমবার মোতেরার সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে এই ভাষাতেই মোদির প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম্প বলেন, ‘‌মোদি শুরু করেছিলেন চা-ওয়ালা হিসেবে। আজ প্রধানমন্ত্রী মোদি এই বৃহত্তম গণতন্ত্রের সব চেয়ে সফল নেতা।

মোদি-বন্দনায় ট্রাম্প আরো বলেন, ‌মোদি আপনি শুধু গুজরাটেরই গর্ব নন। আপনি সেই জীবন্ত উদাহরণ যাতে বোঝা যায় যে কঠোর পরিশ্রম এবং কর্তব্যপরায়ণতায় ভারতীয়রা যা চান তা হাসিল করতে পারেন।

ট্রাম্প বলেন, বলি‌উডি ক্লাসিক ছবি ডিডিএলজে, শোলে দেখে আনন্দিত হয়েছে সারা বিশ্ব। আপনারা শচীন, বিরাটের মতো ক্রিকেটারদের উত্‍সাহ জুগিয়েছেন। এদিন মোতেরায় উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, বিসিসিআই সচিব জয় শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, রাজ্যপাল আচার্য দেবব্রতের মতো ব্যক্তিত্বরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ