• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টেস্টে বাংলাদেশের সর্বাধিক রানের মালিক এখন মুশফিক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

আইনসলে এনদোভুর বল সুইপ করে ফাইন লেগে পাঠিয়ে ৩ রান পেলেন লিটন কুমার দাস। ৪৯৮ থেকে বাংলাদেশের রান পৌঁছে গেল ৫০১ –এ। টেস্ট ক্রিকেটে দশমবারের মতো বাংলাদেশের রান ৫০০-র ঘরে পৌঁছল।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রান প্রথম ৫০০-র ছোঁয়া পায়। পরের বছরই গলে মুশফিকের ডাবল সেঞ্চুরি ও আশরাফুলের ১৯০ রানে বাংলাদেশের রান হয় ৬৩৮। এখন পর্যন্ত সেটিই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান।

২০১৭ সালে সাকিবের ডাবল সেঞ্চুরি ও মুশফিকের দেড়শতেও বাংলাদেশ ৬০০ রানের কাছাকাছি গিয়েছিল। সেবার ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যদিও ইনিংস ঘোষণার পরও ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ৫৫৬। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই রান করেছিল বাংলাদেশ। তার থেকে এক রান কম করেছিল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে। তামিম ইকবাল ওই ম্যাচে হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি।

জিম্বাবুয়ের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বারের মতো ৫০০-র বেশি রান করল বাংলাদেশ। ২০১৮ সালে ঢাকাতেই ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দল। ২০১৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের রান ছিল ৫০৩। 

মুশফিক আরেকটি ডাবল সেঞ্চুরির পথে। এখন পর্যন্ত বাংলাদেশে রান ৫২৬। মুশফিকের মাইলফকের ম্যাচে বাংলাদেশের রান চূঁড়ায় উঠছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ