• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ডার্ক ওয়েবে বিক্রি হল ট্রুকলারের ৫ কোটি তথ্য

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মে ২০২০  

এবার ডার্ক ওয়েবে বিক্রি হল প্রায় ৫ কোটি ট্রুকলার ব্যবহারকারীর তথ্য। এই পরিমাণ তথ্যের মূল্য রাখা হয়েছিল ৭৫,০০০ টাকা। যদিও ট্রুকলার এই দাবি নাকচ করে জানিয়েছে, তাদের ডেটাবেসে কোন রকম ডেটা লিক হয়নি।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সাইবল একটি প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯-র বিভিন্ন ব্যবহারকারীর ট্রুকলার ডেটা তাদের শহর, রাজ্য, মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ারসহ ডার্ক ওয়েবে লিক করা হয়েছে। এছাড়াও তাদের ইমেইল আইডি, তাদের নাম, ফোন নম্বর, ফেসবুক আইডি সব তথ্য ওই তালিকায় রয়েছে।

সাইবল তাদের ব্লগপোস্টে লিক হয়ে যাওয়া তথ্যের একটি তালিকাও তুলে ধরেছে। তারা জানিয়েছে, এই সব তথ্য ব্যবহার করে জালিয়াতরা বিভিন্ন ধরনের স্প্যাম কল, ব্যাংক জালিয়াতি সহ বিভিন্ন ধরনের স্ক্যাম করতে পারে।

যদিও ট্রুকলার পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তারা জানিয়েছে যে, আমাদের ডেটাবেস থেকে কোন রকম তথ্য ফাঁস হয়নি। আমরা আমাদের ব্যবহারকারীদের তথ্য সম্পূর্ণরূপে গোপন রাখতে বদ্ধপরিকর। ইন্টারনেটে যে কোন জায়গা থেকেই এরকম তথ্য সংগ্রহ করে তার উপর ট্রুকলারের ছাপ দিয়ে তাকে সত্যি প্রমাণ করা যায় না।

গত বছরের মে মাসেও এরকম একটি তথ্য আমাদের সামনে এসেছিল। ট্রুকলারের ছাপ দিলে যেকোনো তথ্য জালিয়াতদের কাছে বিক্রি করতে বেশি সুবিধা হয় এই কারণেই তারা এই পন্থা অবলম্বন করে।

তাই আমরা আমাদের ব্যবহারকারী দিয়ে জানাতে চাই, আমাদের দিক থেকে কোনরকম ত্রুটি হয়নি। আমরা আপনাদের ডেটা সব সময় সুরক্ষিত রাখছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ