• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রতিদিনই অসহায়দের শাকসবজি দিচ্ছে ছাত্রলীগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর দিন কাটছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটের দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। সরকারি বা বেসরকারি সংগঠনের পক্ষ থেকে কিছু চাল-ডাল পেলেও শাকসবজি থেকে বঞ্চিত তারা। এ অবস্থায় জেলা ছাত্রলীগ এসব মানুষের মাঝে বিনামূল্যে সবজি তুলে দিচ্ছে।

প্রতিদিন বেলা ১১টার আগেই শহরের নির্দিষ্ট পয়েন্টে জড়ো হন জয়পুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত দরিদ্ররা। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ছাত্রলীগের দেয়া বিনামূল্যের সবজি বাজার থেকে পছন্দমতো শাকসবজি বেছে নেন তারা ।
প্রথমে তাদের পা স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়। এরপর তাদের হাতে থাকা ব্যাগে তুলে দেয়া হয় মিষ্টি লাউ, করলা, বেগুন, পটলসহ হরেক রকম সবজি। এতে খুশি অভাবীরা।

স্থানীয় উপকারভোগীরা জানান, এখান থেকে আমরা সবজি নিয়ে খাচ্ছি। লকডাউনের কারণে কাজে যেতে পারছি না। আয়-রোজগারও নাই। এরা প্রতিদিনই শাকসবজি দিচ্ছেন তাই দিয়েই কোনো রকমে চলছি। 
সাধারণ মানুষের হাতে এসব পণ্য প্রতিদিনই তুলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা ছাত্রলীগের নেতারা।
জয়পুরহাট জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা জানান, প্রতিদিনই আমরা শাকসবজি মানুষের মাঝে বিতরণ করছি। যতদিন পর্যন্ত লকডাইন থাকবে ততদিন পর্যন্ত জয়পুরহাট জেলা ছাত্রলীগ মাঠে থাকবে।  এমন মহতী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিট সেক্রেটারি গোলাম হক্কানী জানান, দলমত নির্বিশেষে সব যুব সংগঠন যদি এগিয়ে আসে তাহলেই আমরা করোনাতে জয়ী হব। মানুষ মানুষের জন্য এটা আরেকবার প্রমাণিত হয়ে যাবে।

গত ১৪ এপ্রিল থেকে প্রতিদিন গড়ে ৩ শতাধিক কর্মহীন মানুষের মাঝে অন্তত ২০ থেকে ২২ মণ করে সবজি বিতরণ করছে জেলা ছাত্রলীগ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ