• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেনীতে ৪৬০ কেজি পচা খেজুর জব্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

ফেনীতে ৪৬০ কেজি পচা খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে দোকানে মূল্য তালিকা না থাকায় সাতজন ব্যবসায়ীকেও জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালতি হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংলক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক সোহেল চাকমা ফেনী জেলার ট্রাংক রোড এবং বড় বাজারে ফলের দোকানে অভিযান প‌রিচালনা করেন। এ অভিযানে ফলের বিভিন্ন দোকান ঘুরে কেনা-বেচার ভাউচার, মূল্য তালিকা এবং খেজুরের কার্টনের তারিখ যাচাই করা হয়।

এ সময় ইব্রাহিম ট্রেডার্স থেকে ৪৬০ কেজি পচা খেজুর জব্দ করে পৌরসভার সহায়তায় দেওয়ানগঞ্জ এই নিয়ে ধ্বংস করা হয় এবং একইসঙ্গে মূল্য তালিকা না থাকায় ছয়টি ফলের দোকানকে আট হাজার ৫শ টাকা এবং দু'টি মুদি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ীদের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, মূল্য তালিকা প্রতিদিন হালনাগাদ করার জন্যে এবং ভোক্তাসাধারণকে নির্দিষ্ট দূরত্বে রেখে পণ্য বিক্রয় করার জন্য নি‌র্দেশনা দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন ফেনী পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক এবং পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ