• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচ মার্চ ও জুনে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

বিশ্বকাপ এবং এশিয়াকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের বাংলাদেশের ম্যাচ বাকি চারটি। করোনার কারণে খেলা স্থগিত থাকলেও এর মধ্যে একটি ম্যাচ কাতারের সঙ্গে সমঝোতায় বাংলাদেশ খেলবে ৪ ডিসেম্বর। দুই দেশের সম্মতির পর ফিফা ও এএফসি দোহায় ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে।

এই ম্যাচ দিয়েই আবার মাঠে গড়াবে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া পর্ব। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন স্থগিত ম্যাচগুলো শেষ করার জন্য নতুন সময় নির্ধারণ করেছে। আগামী বছর মার্চ ও জুনে হবে বাকি ম্যাচগুলো। এর মধ্যে মার্চে হবে গ্রুপের চারটি ম্যাচ এবং জুনে চারটি। ম্যাচগুলো ঠিক কত তারিখে হবে তা চূড়ান্ত করা হয়নি।

এএফসির কম্পিটিশন কমিটি অনলাইন সভায় বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের রাউন্ড-২ এর অবশিষ্ট ম্যাচগুলো ১৫ জুনের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ম্যাচ ডে ৭ ও ৮ মার্চে এবং ম্যাচ ডে ৯ ও ১০ জুনে অনুষ্ঠিত হবে। এশিয়ান বাছাইয়ের চূড়ান্ত হবে আগামী বছর সেপ্টেম্বরে।

বাংলাদেশ ও কাতারের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল এ বছর ১৩ অক্টোবর। যেটি ছিল ম্যাচ ডে ৮ -এর খেলা। এ ম্যাচটি ৪ ডিসেম্বর হওয়ার পর বাংলাদেশের বাকি থাকবে তিনটি খেলা আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে। তিনটি ম্যাচেরই স্বাগতিক বাংলাদেশ। শেষ তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ মার্চে খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে এবং জুনে খেলবে ভারত ও ওমানের বিরুদ্ধে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ