• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন সাকিব পত্নী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০  

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন উম্মে আল হাসান শিশির। দীর্ঘদিন ধরেই সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আজ অনুষ্ঠিত হচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে ভোট দিয়েছেন সাকিবপত্নী।

ভোট দেয়ার পর হাতে 'আমি ভোট দিয়েছি' লেখা একটি ছবি পোস্ট করেছেন শিশির। ক্যাপশনে লিখেছেন, নির্বাচনের দিন। এছাড়া হ্যাশট্যাগে 'আই ভোটেড ২০২০' লিখেছেন তিনি। 

শিশিরের পোস্ট করা ছবি

শিশিরের জন্ম ১৯৮৯ সালে বাংলাদেশের নারায়ণগঞ্জে। পরিবার নিয়ে এখানেই তার শৈশব কেটেছে। পরিবারে আছে পাঁচ ভাই ও এক বোন। তার বাবা মমতাজ আহমেদ অগ্রণী ব্যাংকের কর্মচারী ছিলেন।

১৯৯৮ সালে শিশিরের বাবা এবং সৎ মা ডিভি লটারি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে তখন থেকেই আমেরিকায় থাকেন সাকিবপত্নী। দেশটির নাগরিকও তিনি।

আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন শিশির। তার আরেক পরিচয় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ