• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

২৯ আগস্ট চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরিকল্পনা করছে উয়েফা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশে স্থগিত হয়ে গেছে সব ধরনের ফুটবল আসর। ফের কবে ফুটবল মাঠে গড়াবে তা অনিশ্চিত। তবে উয়েফা পরিকল্পনা করছে, ২৯ আগস্ট ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করার। 

কিভাবে চলতি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষ করা যায় তা আলোচনার জন্য ২৩ এপ্রিল এক সভায় বসবে ইউরোপীয়ান ফুটবলের গভর্নিং বডি। 

সেখানে আলোচনা হবে, কিভাবে সময় সংক্ষিপ্ত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করা যায় তা নিয়ে। তবে তার জন্য অনুমোদন লাগবে উয়েফার। 

শেষ ষোলোর রাউন্ড চলাকালীন করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় চলতি চ্যাম্পিয়নস লিগের আসর। তবে উয়েফার অনুমোদন পেলে ২৯ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে হতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এবং ২৬ আগস্ট পোল্যান্ডের গাদানস্কে বসতে পারে ইউরোপা লিগের ফাইনাল আসর। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ