• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনার এই সময়ে হাতের কাছে রাখুন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

করোনার এই সময়ে হাতের কাছেই থাকা চাই জরুরি সব কিছু। ছোট ছোট অনেক দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করতে পারে একটু বাড়তি সতর্কতা। আর এই সতর্কতার বিশেষ অংশ হচ্ছে গোছানো একটি 'ফার্স্ট এইড বক্স'। 

ঘরে বসে সহজেই তৈরি করে নিতে পারেন একটি 'ফার্স্ট এইড বক্স' । এর জন্য যা যা প্রয়োজন-
    
•    পরিষ্কার একটি বক্স (ব্যবহার করা আইসক্রিমের বক্স হতে পারে)
•    একটি অ্যান্টিসেপটিক লিকুইড অথবা ক্রিম
•    ছোট একটি তুলার প্যাকেট
•    এক রিম গজ
•    একটি ছোট কাঁচি
•    থার্মোমিটার 
•    কিছু গ্লাভস ও মাস্ক
•    হ্যান্ড স্যানিটাইজার
•    একটি সার্জিক্যাল টেপ
•    কিছু ওয়ানটাইম ইউজ ব্যান্ড এইড
•    একটি ফরসেপ (চিমটা)
•    কিছু ব্যথার ও গ্যাস্ট্রিকের ওষুধ 
•    একটি বাম  
• বাড়িতে কারো প্রেসার বা ডায়াবেটিস থাকলে এসব মাপার যন্ত্র।

এছাড়াও সব সময় ফ্রিজে বরফ রাখুন। পুড়ে গেলে বা ব্যথা পেলে বরফ দিলে উপকার হয়।

তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ