• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে খাদ্যসামগ্রী পেল দেড় হাজার পরিবার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জে করোনাভাইরাসের কারণে ঘরবন্দী দেড় হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে জেলা শহর, শহরতলীর ঘোষেরচর ও গোবরা ইউপির অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন গোপালগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান ও গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।

শুক্রবার সকালে জেলা শহরের দেড় শতাধিক ফার্মেসির কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমির সদস্যরা। একইসঙ্গে কোনো কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার খরচ এবং মৃত্যু হলে দুই লাখ টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শুক্রবার দুপুরে শহরতলীর ঘোষেরচর গ্রামের সাড়ে ৫শ’ পরিবারে মধ্যে খাদ্যসমাগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান। এ সময় উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, ইউএনও মো. সাদিকুর রহমান খান উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সূর্য-শি‌শির ফাউন্ডেশনের পক্ষ থেকে গোবরা ইউপির ৮শ’ অসহায় মানুষের হাতে খাদ্যসমাগ্রী তুলে দেন চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ