• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়ার সচেতনতা সপ্তাহ পালন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

গোপালগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়ার সচেতনতা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

সোমবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়ার সচেতনতা সপ্তাহবিশ্ব এন্টিমাইক্রোবিয়ার সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা পনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, তবে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া এবং এ বিষয়ে করনিয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়্।

এ সময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক বীথি রানী মন্ডলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ফার্মেসীর মালিকগণ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ