• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মহান স্বাধীনতা দিবস পালন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার সূচনা করা হয়।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পন করে প্রথমে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আলবেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, জেলা ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সগযোগী সংগঠন,এলজিইডি গোপালগঞ্জ-এর নির্বাহী প্রবৌশলী এহসানুর রহমান,

গোপালগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, গোপালগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী দেবার প্রশাস পাল, গোপালগঞ্জ পৌরসভা  মেয়র শেখ রাকিব হোসেন, জেলা কমান্ডেন্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গোপালগঞ্জ, মোঃ ফজলে রাব্বী, ব্যাটেলিয়ান অধিনায়ক ২৩ আনসার ব্যাটালিয়ন বেদগ্রাম, গোপালগঞ্জ মঞ্জু মোরশেদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, টঙ্গীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিআইডি পুলিশ গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ, টুরিস্ট পুলিশ টঙ্গীপাড়া, মৎস্য ডিপার্টমেন্ট গোপালগঞ্জ,পল্লী বিদ্যুৎ টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটল সহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ