• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাগেরহাটে নিষিদ্ধ জাটকা ইলিশসহ ট্রলার আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে নিষিদ্ধ জাটকা ইলিশসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। আজ শনিবার ভোররাত ৪টার দিকে ৩ মন জাটকা ইলিশ নিয়ে ট্রলারটি বাগেরহাট সদরে যাচ্ছিল।

এ ব্যাপারে কোস্ট গার্ড মোরেলগঞ্জ স্টেশন করর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, দুবলার চর এলাকা থেকে নিষিদ্ধ জাটকা ইলিশ নিয়ে বাগেরহাট যাচ্ছে একটি ট্রলার- এমন গোপন সংবাদে ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে ৩ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাটকা বিভিন্ন এতিম খানায় সরবরাহ করা হয়। এ ঘটনায় এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. রমজান আলী ও আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কোস্ট গার্ড মোরেলগঞ্জ স্টেশন করর্মকর্তা মো. আব্দুল হাকিম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ