• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শার্শা সীমান্ত থেকে ১৪৮২ ফেনসিডিল জব্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে এক হাজার ৪৮২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শালকোনা এলাকা থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত পথে ভারত থেকে ১০-১৫ জন চোরাকারবারী বিপুল পরিমাণে মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া  বস্তা থেকে ১ হাজার ৪৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রবের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৯২ হাজার ৮০০  টাকা।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ