• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পাটুরিয়া-দৌলতদিয়া: ঘন কুয়াশায় পৌনে ৩ ঘণ্টা বন্ধ ছিল ফেরি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

ঘন কুয়াশার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট নৌ-রুটে পৌনে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ বুধবার পৌনে ৯টা থেকে এ দুটি নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় মাঝনদীতে ফেরি দুটি নোঙর করে থাকে। ফলে উভয় ঘাটে শত শত যানবাহন পারের অপেক্ষায় আটকে যায়। এতে দুর্ভোগে পরে ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা। 

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল বলেন, আজ ভোরবেলায় ঘন কুয়াশার কারণে নৌরুটে নিকটবর্তী কোনো কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

কুয়াশার ঘনত্ব কমতে থাকলে পুনরায় পৌনে তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় দুটি ফেরি মাঝনদীতে যাত্রী ও যানবাহনবোঝাই করে মাঝ নদীতে আটকে থাকে। দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন পারের অপেক্ষায় থাকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ