• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান সেনাপ্রধানের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৭ জানুয়ারি) ঝিনাইদহ ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। এ সুযোগটাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ক্যাডেটদের সঙ্গে আগামীর বাংলাদেশ সম্পর্কিত। কাজেই তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এদিকে ঝিনাইদহে তিন দিনব্যাপী এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে। শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি কলেজের প্রায় ৩ হাজার প্রাক্তন ক্যাডেট, শিক্ষক-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল (অব.) মাহফুজুর রহমান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল মো. সাইফুল আলম, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাজিব ইবনে রেজওয়ানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ